Advertisement

PM Modi পদত্যাগ করুন, নতুন করে Vote হোক, কেন এমন দাবি TMC সাংসদের?

ভোটার তালিকায় ভুল থাকলে আগে নরেন্দ্র মোদীর পদত্যাগ করা উচিত। এই দাবি করলেন বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। তাঁর কথায়,'ভোটার তালিকায় এখন ভুল থাকলে ২০২৪-এও ছিল। সেই ভোটার তালিকা থেকে নরেন্দ্র মোদী সাংসদ হয়েছেন। সাংসদ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাহলে আর সাংসদ থাকা উচিত নয়। নরেন্দ্র মোদী আগে পদত্যাগ করুন। আমরা সব সাংসদ পদত্যাগ করব। নতুন করে নির্বাচন হোক'।

Advertisement
POST A COMMENT