মমতা বন্দ্যোপাধ্যায় কে ইন্ডিয়া র চেয়ারম্যান করে দিক ফিরে আসবে দুর্দান্ত ফল। আম আদমি পার্টির দিল্লি থেকে সরে যাবার প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। উত্তর হাওড়ার সালকিয়ায় মা শীতলার স্নানযাত্রা উপলক্ষে এক বড় উৎসব পালিত হয়। সেই উৎসবে আসেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। আম আদমি পার্টির দিল্লির ক্ষমতা থেকে সরে যাওয়া প্রসঙ্গে সেখানে সাংবাদিকদের জানান ইন্ডিয়াজোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যান করে দিলে ভালো ফল আসবে।