scorecardresearch
 
Advertisement

Sudip Bandyopadhyay on Netaji Tableau Controversy: 'অসম্ভব অগণতান্ত্রিক কাজ হচ্ছে,' কেন্দ্রকে নিশানা সুদীপের

Sudip Bandyopadhyay on Netaji Tableau Controversy: 'অসম্ভব অগণতান্ত্রিক কাজ হচ্ছে,' কেন্দ্রকে নিশানা সুদীপের

নেতাজির ট্যাবলো ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। এবার এই বিষয় নিয়েই মুখ খুললেন লোকসভার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, 'মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। মুখ্যমন্ত্রী যে চিঠি প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন সেই চিঠি আমাকেও পাঠিয়েছেন। আমি চিঠিটা পড়েছি, আমি আমার মতো করে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করব। লোকসভা খুললে এটা একটা বড় বিষয় হবে। অসম্ভব অগণতান্ত্রিক একটা কাজ হচ্ছে। এবং আমাদের ফেডারেল স্ট্রাকচারকে ধ্বংস করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে।' পাশাপাশি এদিন তিনি আরও জানান, আগামী ২৭ তারিখ বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে রাজ্যসভা এবং লোকসভার সাংসদরা মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করতে চলেছেন।

TMC MP Sudip Bandyopadhyay on Netaji Tableau Controversy

Advertisement