Advertisement

লোকসভায় রাজ্যে TMC-র 'একলা চলো' নীতি, মমতার কাছে অন্য রাস্তা কি আদৌ খোলা আছে? বিশ্লেষণে জয়ন্ত ঘোষাল

INDIA জোটে আবার তুলকালাম। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, লোকসভা ভোটে তাঁর দল বাংলায় একা লড়বে। রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে আসছেন। মমতাকে জানানোর প্রয়োজন মনে করেননি। মমতা জোটের বৈঠকে বলেছিলেন, রাজ্যে কংগ্রেসকে তিনি ৩টি আসন ছাড়বেন। কিন্তু সেটা নিয়ে কোনও আনুষ্ঠানিক আলোচনাই তো কংগ্রেস করল না। একটা কথা মনে রাখতে হবে, কংগ্রেসের কাছ থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোটটা এসেছে। বিশ্লেষণে বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ঘোষাল।

TAGS:
    Advertisement
    POST A COMMENT