তৃণমূলের কর্মীরাই তৃণমূলের বিধায়ককে চোর গো ব্যাক স্লোগান দিয়ে তাড়ালেন এলাকা থেকে ৷ শনিবার, ২৪ জানুয়ারি সকালে উন্নয়নের পাঁচালি শোনাতে গিয়ে –চোর , গো ব্যাক স্লোগান শুনে এলাকা ছেড়ে দ্রুত পালালেন তৃণমূলের নারায়ণগড়ের বিধায়ক সুর্যকান্ত অট্ট ৷ ঘটনার ছবি মুহূর্তে ভাইরাল হয় এলাকায় ৷ গোটা ঘটনায় অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷
tmc worker chased mla with go back slogan