২০২৬-এ রাজ্যে Vidhan Sabha Election কে নিশানা করে এগোচ্ছে সবকটি রাজনৈতিক দলই। নিজেদের মতো করে এই ভোটকে সামিনে রেখে সংগঠনকে গোছাতে নেমে পড়েছে সবাই। হাওড়ার বালির এক সমর্থককে দেখা গেল নিজের বুকেতে মুখ্যমন্ত্রী Mamata Banerjee র ট্যাটু করে এখন থেকেই বিধানসভা ভোটের প্রচারে নেমে পড়তে। জানে না কে বিধায়কের টিকিট পাবেন। তবে তাঁর কাছে কে টিকিট পাবে সেটা বড় কথা নয়। বড় কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি ভালোবাসা।
TMC Worker painted Mamata Banerjee Tattoo