Advertisement

Suvendu Adhikari: লাউদোহায় কর্মিসভায় ঢোকার মুখে শুভেন্দুকে গো ব্যাক স্লোগান তৃণমূলের

বুধবার বিকেলে লাউদোহা ব্লকের ঝাঁজরা নতুন কলোনি কমিউনিটি হলে আসানসোল লোকসভার উপনির্বাচন নিয়ে বিজেপির একটি কর্মিসভা হয় । সেই কর্মিসভায় যোগ দেন বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন জিতেন্দ্র জিতেন্দ্র তিওয়ারি, বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ অন্যরা । সভা শেষে তিনি মুখোমুখি হন সাংবাদিকদের । তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর ভাইরাল হওয়া ভিডিও ও তার পরিপ্রেক্ষিতে কমিশনের পদক্ষেপ নেওয়া প্রসঙ্গে শুভেন্দু বাবু বলেন, 'কমিশন যে পদক্ষেপ নিয়েছে তাকে আমরা স্বাগত জানাচ্ছি । তবে আমরা মনে করছি এটা গুরু পাপে লঘুদন্ড দেওয়া হয়েছে । ১২ এপ্রিল সন্ধ্যা ছ'টা পর্যন্ত নরেন চক্রবর্তীকে জেলে ঢুকিয়ে রাখা উচিত ছিল।'

tmc's go back slogan to suvendu adhikari at laudoha asansol

Advertisement