শালিমার স্টেশনে রেল অবরোধ যাত্রীদের।ব্যহত রেল পরিষেবা।শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস বাতিল করা হয়েছে জানতে পেরে স্টেশনে এসে জানতে পারেন যাত্রীরা।ঘটনাস্থলে রেলের আধিকারিকরা।তারা বোঝানোর চেষ্টা করছেন যাত্রীদের।দক্ষিণ পূর্ব রেল সূত্রে বলা হচ্ছে ট্রেনটি রিসিডিউল করা হয়েছে।
Train cancellation at Shalimar station