scorecardresearch
 
Advertisement

Transmitter in the Body of Tortoise in the Sundarban: সুন্দরবনের বাঘের পর এবার কচ্ছপের শরীরে ট্রান্সমিটার

Transmitter in the Body of Tortoise in the Sundarban: সুন্দরবনের বাঘের পর এবার কচ্ছপের শরীরে ট্রান্সমিটার

বাঘের পর এবার কচ্ছপের শরীরে জিপিএস ট্রান্সমিটার ব্যবহার করেছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। বাটাগুড় বাসকা বা পোড়া কাঠা নামক এক বিশেষ ও বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপের শরীরে এই রেডিও ট্রান্সমিটার বসিয়ে বুধবার সুন্দরবনের নদী, খাঁড়িতে ছাড়া হল। এই বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপের গতিবিধি, বংশ বিস্তার এবং পরিবেশের সাথে কিভাবে এঁরা সামঞ্জস্য রক্ষা করছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করতেই এদের গতিবিধির উপর নজরদারি চালানোর পরিকল্পনা নিয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প।

Transmitter in the Body of Tortoise in the Sundarban

Advertisement