Advertisement

Trinamool Candidate Sujata Mondal Cutting Hair: চপ ভেজে TMC প্রার্থী সুজাতা সটান সেলুনে গিয়ে চুল কাটতে শুরু করে দিলেন, কী কাণ্ড

ভোট বড় বালাই। ভোট প্রচারে গিয়ে নাপিতের ভূমিকায় দেখা গেল প্রাক্তন সৌমিত্র জায়া তথা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে। জমে উঠেছে মল্লগড় বিষ্ণুপুরের ভোট যুদ্ধ। এক্ষেত্রে যুযুধান দুই পক্ষ হল একে অপরের প্রাক্তন স্বামী এবং স্ত্রী। ভোটযুদ্ধে প্রচারের ময়দানে এই মুহূর্তে কেউ যেন কাউকে এক চুল জায়গা ছাড়তে নারাজ। সোমবার, ২৫ মার্চ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সুজাতা মন্ডল ভোট চাওয়ার পাশাপাশি একটি সেলুনে ঢুকে চুল কাটতেও শুরু করে দিলেন। এ যেন ভোট চাওয়ার এক অভিনব প্রয়াস।

Trinamool Candidate Sujata Mondal Cutting Hair Viral Video

Advertisement