কোক ওভেন থানার অন্তর্গত দুর্গাপুর স্টেশন বাজার সংলগ্ন রেল ব্রিজের উপরে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত ২। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত ১১.৩০ নাগাদ রেল ব্রিজের উপর বাঁকুড়া জেলার বড়জোড়া- দুর্গাপুর রুটের একটি অটোকে ধাক্কা মেরে পালায় একটি ট্রাক। ওই দুর্ঘটনায় অটোচালকের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। অটোতে থাকা একজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বেসরকারি নাসিংহোমে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, অটোর চালক ও এক যাত্রীর মৃত্যু হয়।
two person died after a road accident at durgapur