বনদপ্তরের অনুমতি নেই। হয়নি কোনও টেন্ডার। জাতীয় সড়কের ফোর লেন সম্প্রসারনের জন্য গাছ কাটা পড়বে তা জেনেই আগেভাগে অনুমতির তোয়াক্কা না করেই Alipurduar 2 নম্বর ব্লকের চাপড়েরপাড় 1 নম্বর গ্রামপঞ্চায়েত এলাকায় চলছে গাছ কাটার কাজ। পাচার করা হচ্ছে দামি দামি গাছ। লক্ষ লক্ষ টাকায় তা হাত বদল হচ্ছে। এই অনৈতিক কাজে যুক্ত চাপড়েরপাড় 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধবী রায়ের স্বামী রবীন্দ্র দাস। তিনিও একসময় চাপড়েরপাড় এক নম্বর গ্রামপঞ্চায়েতের প্রধান ছিলেন। এখন তৃণমূল নেতা। নিয়ে ক্ষুদ্ধ গ্রামবাসীরা। যদিও শাসক দলের ভয়ে কোন গ্রামবাসীই মুখ খুলতে চাননি।
Unauthorized tree cutting in Alipurduar for national highway expansion