মুর্শিদাবাদে সাম্প্রতিক হিংসার ঘটনার পর মঙ্গলবার এলাকা পরিদর্শনে পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন, পাশে থাকার আশ্বাস দেন। কথা বললেন হিংসা নিহত হরগোবিন্দ ও চন্দনের পরিবারের সঙ্গে। সুকান্তর কথায়, “রাজ্যে আইনশৃঙ্খলার অবস্থা ভয়ানক, দোষীরা শাস্তি পাক, এটাই দাবি।” তাঁর দাবি, রাজ্য প্রশাসন পুরোপুরি ব্যর্থ। বিজেপি নেতৃত্ব রাজ্যপাল ও কেন্দ্রীয় সরকারকে বিস্তারিত রিপোর্ট দেবেন বলেও জানান। বিজেপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার কথাও বলা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের আগে এই সফরের রাজনৈতিক তাৎপর্য অনেক।