Advertisement

Vande Bharat Express Manufacturiung: বন্দে ভারত এবার তৈরি হবে বাংলাতেই

এবার থেকে চিত্তরঞ্জনেও তৈরি হবে বন্দে ভারত। ইতিমধ্যেই চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা চারটি বন্দে ভারত তৈরির কাজ পেয়েছে। আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল এমনটাই দাবি করেছেন। বিধায়িক দেখা করেন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জেনারেল ম্যানেজারের সঙ্গে। বিধায়িক অগ্নিমিত্রা পাল জানান, বন্দে ভারত আমাদের দেশের গর্ব। সেই জায়গায় আসানসোলের চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার বন্দে ভারত নির্মাণের বরাত পাওয়ার দিকটি আরও বেশি গর্বের। চিত্তরঞ্জন রেল কারখানার জেনারেল ম্যানেজারের সঙ্গে তিনি দেখা করেন। বন্দে ভারতের ব্যাপারেও তাঁর সঙ্গে কথা হয়। বন্দে ভারত তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে।

Vande Bharat Express Manufacturiung Update

Advertisement