পূর্ব বর্ধমান জেলার পরিচিতি শস্য ভান্ডার হিসাবে। কিন্তু এই মুহুর্তে পূর্ব বর্ধমান জেলার বিঘার পর বিঘার ধান পোকার আক্রমনে ক্ষতিগ্রস্ত। প্রকৃতির মারে চাষীদের মাথায় হাত। নিম্নচাপের কারণে দফায় দফায় বৃষ্টিতে পোকার আক্রমণ বেড়েছে। মূলত ব্রাউন হপার বা মাজরা পোকা, গ্রীন হপার বা শোষক পোকা এছাড়া চুষি পোকার আক্রমণে পাকা ধান পুষ্ট হতে পারেনি । ফলে ধানের ভেতরে চাল হয়নি। চাষিরা জানান পোকার আক্রমন থেকে ধানকে বাঁচাতে তারা যথাসময়ে কীটনাশক স্প্রে করেছিলেন কিন্তু তা সত্ত্বেও রক্ষা করা যায়নি ফসল।
Vast area of Paddy field being damage due to insect attack at East Burdwan