কয়েক দিনের মধ্যেই সবজির অস্বাভাবিক দাম বেড়ে গেছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও টাস্ক ফোর্সকে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত বেলদা মার্কেট,কেশিয়াড়ি মোড় বাজার, বাখরাবাদ বাজারে বেশ কয়েকটি সবজি দোকানে অভিযান চালায় ডিস্ট্রিক এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। । ব্যবসায়ীদের কাছ থেকে জানে বিভিন্ন সবজির কত দাম।