Advertisement

Tikiapara News: বিরিয়ানি কিনতে গিয়ে বচসা, মারধর, বোমাবাজি! হাওড়ায় কেলেঙ্কারি

Biriyani কিনতে এসে কথাকটাকাটির সূত্রপাত। আর সেই থেকেই মারধর বোমাবাজি। রবিবার, ২৫ জানুয়ারি এই ঘটনাটকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলেকায়। দুপক্ষের মারধর চলাকালীন একটি বাড়ির উপর থেকে বোমাবাজি ও ইটবৃষ্টি হয় বলে অভিযোগ। ঘ়টনায় জখম হন কয়েকজন। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় এলাকায় টহল দেয় পুলিশ ও ব়়্যাফ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্য Howrah র Tikiapara এলাকায়।

Violence and bombing over biriyani purchase in Tikiapara Howrah

Advertisement