একী ছবি! একেই বর্ষাকাল তার উপর নিত্যযাত্রীদের নাজেহাল অবস্থা। এই ছবি ধরা পড়ল মুর্শিদাবাদে। বিধায়ক জীবন কৃষ্ণ সাহার তত্ত্বাবধানে থাকা NBSTC বাসের এমন দুর্ভোগের ছবিই এবার প্রকাশ্যে এল। আর তাতেই রেগে আগুন যাত্রীরা। NBSTC-র বাসের ভিতরে ছাতা মাথায় নিয়ে যাত্রা যাত্রীদের ছবি এবার সামনে এল। এই ছবি ধর্মতলা থেকে বহরমপুর গামী NBSTC বাসের। যাত্রীদের কথা মাথায় রেখে রাজ্য পরিবহন দপ্তর নিল সাদা রঙের স্টেট বাসগুলোতে একাধিক রকম সুযোগ সুবিধা করলেও তা সঠিকভাবে পরিকাঠামোর অভাবেই কার্যত অচল অবস্থায় পরিনত হয়েছে রাজ্যর NBSTC বাস গুলো। সরকারি বাসের মধ্যে CCTV থাকলেও তা অকেজো।
Viral Video of passengers with umbrella in NBSTC Bus