North Bengal র চা-বাগান ও সিঙ্কোনা বাগানে কর্মকত শ্রমিকদের জন্য বিরাট সুখবর। এবার থেকে তাঁরা কাজের কাগজ ও বৈধ বাসস্থানের প্রমাণপত্র যদি SIR-এর শুনানিতে জমা দেন তাহলে তা গৃহীত হবে। অর্থাৎ উত্তরবঙ্গের চা ও সিঙ্কোনা বাগানে কর্মরত শ্রমিকদের কাজের কাগজ ও বৈধ বাসস্থানের নথি দেখালেই চূড়ান্ত Voter list এ নাম উঠে যাবে ওই সব চা ও সিঙ্কোনা বাগানে কর্মরত শ্রমিকদের। ফলে তাঁদের ভোটাধিকার থাকবে।
Voter list inclusion for tea garden workers in North Bengal