Advertisement

Suvendu Adhikari: নন্দীগ্রাম আন্দোলনে ছিল BJP? কত অবদান? বোঝালেন শুভেন্দু

'নন্দীগ্রাম দিবস' উপলক্ষ্যে শুভেন্দু অধিকারী বলেন, 'এই আন্দোলনে তৃণমূলও ছিল, বিজেপিও ছিল। এবং লালকৃষ্ণ আডবাণীর অবদান তো অস্বীকার করা যায় না। তিনি তো প্রথম এসে অবরোধ তুলেছিলেন। খেঁজুরির দিকে সব অবরোধ উনিই তুলেছিলেন। গণহত্যার একদিন পরে, উনি, সুষমা স্বরাজ , রাজনাথ সিং , তাঁরাই এসে অবরোধ তুলেছিলেন।' এদিন কালো পতাকা হাতে মিছিলও করেন রাজ্যের বিরোধী দলনেতা

Advertisement
POST A COMMENT