Advertisement

VIDEO: মুকুটমনিপুর বাঁধে জল ছাড়া হল, প্লাবনের শঙ্কা

ক্রমশ বাড়ছে মুকুটমনিপুর জলাধারে (Mukutmanipur Dam) জলের স্তর। জলাধারের জলস্তর বৃদ্ধি পাওয়ায় গতকাল থেকে কংসাবতী নদী পথে জল ছাড়া শুরু করে কংসাবতী কতৃপক্ষ। শুরুতে ১০০০০ কিউসেক জল ছাড়া হয়। ভারী বৃষ্টির জেরে মুকুটমনিপুর জলাধারে জলের স্তর বৃদ্ধি পাচ্ছে। জল ছাড়ার ফলে সমস্যায় পড়তে হবে অসংখ্য চাষীদের। পাশাপাশি বন্যাকবলিত ঘাটাল দাসপুর সহ বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে।

dam, water released from dam, mukutmanipur dam, flood, মুকুটমনিপুর জলাধার, বন্যা

Advertisement