এই মুহূর্তে একবারে শুষ্ক পরিষ্কার মেঘমুক্ত আবহাওয়া রাজ্যে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী ৪ দিনে ২ থেকে ৪ ডিগ্রি নামবে রাতের পারদ। পশ্চিমের জেলায় শ্রীনিকেতন ইতিমধ্যেই ১৫.৮ ডিগ্রিতে পৌঁছে গেছে। কলকাতায় আজ রাতে পারদ নামতে পারে ২০ ডিগ্রিতে। মঙ্গলবারের মধ্যে যা নেমে যেতে পারে ১৭ বা ১৮ ডিগ্রির ঘরে। পশ্চিমের জেলায় রাতের পারদ ঘোরাফেরা করবে ১৩ থেকে ১৪ ডিগ্রির ঘরে। দার্জিলিং ১০ ডিগ্রি। কালিম্পং ১৬ ডিগ্রি। আজ রাতে দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় খুব হালকা বৃষ্টি হতে পারে। টানা ৭ দিন রাজ্য জুড়ে রাতের পারদ স্বাভাবিকের থেকে নিচে থাকবে। দিনের তাপমাত্রা আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় স্বাভাবিকের সামান্য নিচে। সোমবারের পর কলকাতায় তাপমাত্রা ২৮ বা ২৯ ডিগ্রির কাছাকাছি নামবে। পশ্চিমের জেলায় সেই পারদ দিনের বেলায় ২৪ থেকে ২৬ এর মধ্যে ঘোরাফেরা করবে।
Weather forecast for West Bengal drops in nighttime temperature