আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমবে। North Bengal এ কুয়াশার ঘনঘটা। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। Darjeeling, Jalpaiguri, Cooch Behar, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কিছু এলাকায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন সকালের দিকে এই ঘন কুয়াশা থাকতে পারে। দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। তবে Kolkata সহ South Bengal র জেলাগুলিতে সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা উত্তর ও দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলাতে স্বাভাবিকের থেকে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে রয়েছে। বুধবার, ২৪ ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ নামবে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নামতে পারবে বলে অনুমান।
weather update for north and south bengal with fog and dropping temperatures