বঙ্গে রোদ বৃষ্টির লুকোচুরি অব্যাহত। শহর কলকাতা-সহ বিভিন্ন জেলায় কখনও বৃষ্টি তো কখনও আবার ঝলমলে রোদ। এরই মাঝে আপডেট দিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার আলিপুর আবহাওয়া দফতর জানায়, যে লো প্রেসার জোনটি তৈরি হয়েছিল সেটি উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন ছত্রিশগড়ের উপরে বিরাজ করছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং দিঘার উপর দিয়ে গিয়েছে। এই কারণেই দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি এবং কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।
weather update in south Bengal with rain and sunshine