Advertisement

West Bengal Weather: আবহাওয়ার কমলা সতর্কতা,প্রলয় দুর্যোগ ধেয়ে আসছে! কার্নিভাল কী ভাসাবে?

রবিবার কখনো মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ থাকবে। সকালের পর থেকে সন্ধ্যের মধ্যে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে স্থানীয়ভাবে। তবে একনাগাড়ে বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। নিম্নচাপ ওড়িশা থেকে সরে ঝাড়খন্ড হয়ে বিহারের দিকে অভিমুখে সরে গিয়েছে। শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপ এখন নিম্নচাপে পরিণত।

weather update sunday partial cloudy sky with local rain and thunderstorm

Advertisement