Advertisement

Weather Update Today: আগামী 24 ঘণ্টায় বাংলার দিকে সাংঘাতিক সাইক্লোনিক সার্কুলেশন ধেয়ে আসছে

আবহাওয়ায় উত্থানপতন অব্যাহত। কখনও রোদ, তো কখনও আবার বৃষ্টি। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি তো রয়েইছে। এরই মাঝে রবিবার লেটেস্ট ওয়েদার আপডেট দিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও দক্ষিণ ওড়িশায় একটা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। ফলে আগামী ২ তারিখে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটা লো প্রেসার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেহেতু লো প্রেসার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সেক্ষেত্রে ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকছে।

Weather updates indicate cyclone circulation in southwest Bay of Bengal

Advertisement