আবহাওয়ায় উত্থানপতন অব্যাহত। কখনও রোদ, তো কখনও আবার বৃষ্টি। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি তো রয়েইছে। এরই মাঝে রবিবার লেটেস্ট ওয়েদার আপডেট দিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও দক্ষিণ ওড়িশায় একটা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। ফলে আগামী ২ তারিখে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটা লো প্রেসার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেহেতু লো প্রেসার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সেক্ষেত্রে ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকছে।
Weather updates indicate cyclone circulation in southwest Bay of Bengal