Advertisement

বছরের শেষে দার্জিলিংয়ে তুষারপাতের পূর্বাভাস,২৩ জেলায় কেমন আবহাওয়া? বিরাট আপডেট

ডিসেম্বরের শেষে হাড়কাঁপানো ঠান্ডা বাংলাজুড়ে। শীতের দাপটে কাঁপছে শহর থেকে গ্রাম, সমতল থেকে পাহাড়। কার্যত জবুথবু অবস্থা গোটা বঙ্গের। এরই মধ্যে বর্ষবরণের মুখে বড়সড় পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে দার্জিলিং সহ উত্তরবঙ্গের উঁচু এলাকাগুলিতে বৃষ্টি এবং সঙ্গে বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে নতুন বছরের শুরুটা পাহাড়ে আরও ঠান্ডা আবহাওয়ার মধ্য দিয়েই হতে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পং-এর পাশাপাশি আলিপুরদুয়ার জেলাতেও চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল ঠান্ডার সঙ্গে বৃষ্টি ও তুষারপাতের জেরে পাহাড়ি এলাকায় পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। একইসঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তাও জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে বর্ষশেষের দিনগুলি শীতের আমেজেই কাটবে। নববর্ষে শুরুতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও আগামী কয়েকদিন ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ফলে শহরবাসীকে আরও কিছুদিন কনকনে ঠান্ডার সঙ্গেই দিন কাটাতে হবে।

Advertisement
POST A COMMENT