উপনির্বাচনেও অশান্তি ছড়াল উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায়। বুধবার সকালে তৃণমূলের এক বুথ সভাপতিকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। ওই তৃণমূল নেতার নাম অশোক সাউ। বুধবার সকালে তিনি যখন বাজারে বের হন, তখন তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। কয়েকজন দুষ্কৃতী পায়ে হেঁটে এসে তাঁকে ঘিরে ধরে গুলি চালায় বলে অভিযোগ। পরে তাঁকে লক্ষ্য করে সকেটও ছোঁড়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। পড়ে অবশ্য মৃত্যু হয় ওই তৃণমূল নেতার। এদিকে বিজেপি নেতা অর্জুন সিংহের অভিযোগ, প্রিয়াঙ্কু পাণ্ডের ওপর যারা গুলি চালিয়েছিল , তারাই এদিন তৃণমূল নেতার ওপর গুলি চালিয়েছে। থানা থেকে সামান্য দূরত্বেই এই চায়ের দোকান। সেখানেই এমন ঘটনা ঘটায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।