Advertisement

Bhatpara Shoot Out Case: '...খুনি কারও দলের হয় না...', ভাটপাড়ায় গুলি কাণ্ডে যা বললেন পার্থ ভৌমিক

ভাটপাড়ায় চায়ের দোকানে গুলি কাণ্ডে ব্যারকপুরের সাংসদ পার্থ ভৌমিককে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এবিষয়ে পুলিশ কমিশনারের সঙ্গে ইতিমধ্যেই তাঁর কথা হয়েছে। একজনকে চিহ্নিত করা হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসপি অলোক রাজোরিয়া জানান, তিনজন চায়ের দোকানে আসে। অশোক সাউকে লক্ষ্য করে গুলি চালায় । অশোক সাউকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পিঠের উপরের দিকে লেগেছে। ওনার উপরে ফেব্রুয়ারি ২০২৩-এ আগেও একবার হামলা হয়েছিল। আমরা সমস্ত প্রমাণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। খুব শীঘ্রই আমরা এটার কিনারা করব। সাংসদ পার্থ ভৌমিক বলেন, যে ছেলেটি মেরেছে বলে পুলিশ সন্দেহ করছে, সে আগেও আরও দুটি খুন করেছে । সে অর্জুন সিংয়ের ঘনিষ্ট বলেও দাবি করেন তিনি।

Advertisement
POST A COMMENT