scorecardresearch
 
Advertisement

VIDEO: ফোনে আড়িপাতাকান্ডে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত মমতার

VIDEO: ফোনে আড়িপাতাকান্ডে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত মমতার

সোমবার বিকেলে ৪ দিনের সফরে দিল্লি (Delhi) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তার আগে এদিন নাবন্নে মন্ত্রিসভার বৈঠক (Meeting) ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠক শেষে বড় ঘোষণা করলেন মমতা। ফোনে আড়িপাতাকাণ্ড (phone-hacking Scandal)-এ তদন্ত (Enquiry) কমিশন (Panel) গঠন করল রাজ্য সরকার। মন্ত্রিসভার বৈঠকের এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। প্রথম রাজ্য হিসেবে ফোন হ্যাকিংকাণ্ডে পশ্চিমবঙ্গই তদন্ত কমিশন গঠন করল বলে জানিয়েছেন মমতা। রাজ্য সরকার গঠিত এই কমিশনে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির সঙ্গে থাকছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যও।  সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লকুর রাজ্য সরকার গঠতি এই কমিশনের সদস্য হয়েছেন। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী নিজেই সেকথা জানান। এর আগে পেগাসাস ফোন ট্যাপ ইস্যু (Pegasus Scandal)-তে সুপ্রিম কোর্টের কাছে তদন্ত দাবি করেছিলেন মমতা। এবার নিজের রাজ্যে এই নিয়ে কমিশন গঠন করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

Advertisement