দশমীতে ভাসবে বাংলা। আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া ও বাঁকুড়াতে। তারপর আগামী তিন তারিখ বৃষ্টিপাত আরও কিছুটা বাড়তে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলেও আজ বিক্ষিপ্তভাবে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।