মুর্শিদাবাদে ওয়াকফ বিলের প্রতিবাদে বিক্ষোভের উপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ। সে নিয়ে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন,'সিপিএমের জমানায় পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করেনি। বহু সভা করেছি'। তাঁর বার্তা,'হিংসার পথ ধরলে আন্দোলন থেমে যাবে। আমরা নন্দীগ্রাম আন্দোলন করেছি। আমরা কাউকে পাথর ছোড়েনি। শান্তিপূর্ণ আন্দোলন করুন'।