আরজি কর কাণ্ডের প্রতিবাদের আবহে ফের বিতর্কিত মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের। রবিবার রাতে দিনহাটার এক সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিএম, বিজেপির নাম না-করে তীব্র আক্রমণ করেন উদয়ন ৷ এদিন তিনি বলেন, "ওরা যদি একটা দংশন করে, তাহলে আমাদের পাঁচটা দংশন করতে হবে। ওরা একটা দাঁত বসালে, আমাদের পাঁচটা দাঁত বসাতে হবে। তাহলে ওদের মিথ্যাচার বন্ধ হবে ৷"