Advertisement

'ওরা একটা দাঁত বসালে...' উদয়নের 'ফোঁস' হুমকি, তুঙ্গে বিতর্ক, VIDEO

আরজি কর কাণ্ডের প্রতিবাদের আবহে ফের বিতর্কিত মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের। রবিবার রাতে দিনহাটার এক সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিএম, বিজেপির নাম না-করে তীব্র আক্রমণ করেন উদয়ন ৷ এদিন তিনি বলেন, "ওরা যদি একটা দংশন করে, তাহলে আমাদের পাঁচটা দংশন করতে হবে। ওরা একটা দাঁত বসালে, আমাদের পাঁচটা দাঁত বসাতে হবে। তাহলে ওদের মিথ্যাচার বন্ধ হবে ৷"

Advertisement
POST A COMMENT