বোলপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ। এক ব্যক্তিকে বারবার ভোট দিতে দেখা যায়। তাকে ধরা হলে সে পালাতে থাকে, ভোটার কার্ড দেখাতেও অস্বীকার করে। অন্যদিকে বুথের মধ্যে এক মহিলা ভোটার যখন ভোট দিচ্ছিলেন তখন এক তৃণমূল এজেন্ট ইভিএমের কাছে গিয়ে কোথায় ভোট দেবেন তা দেখিয়ে দেয়। এই নিয়ে শুরু হয় বিতর্ক।
Allegation of Fake Voters and Chappa Vote in Bolpur Municipal Election 2022