পঞ্চায়েতের টিকিটের দাম এক লক্ষ..!!! আর পঞ্চায়েত সমিতির টিকিট দুই লক্ষ..!! শুনে অবাক হচ্ছেন তো?? হ্যাঁ দলীয় নেতৃত্বের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ তুলে ধর্নায় বসল তৃনমূল নেতৃত্বেরই একাংশ। পঞ্চায়েত ভোটের আগে বাঁকুড়ায় এই ঘটনা বেশ চাপে ফেলে দিয়েছে, শাসক দলকে। এমনই জানিয়েছে রাজনৈতিক মহলের একাংশ। দলের ব্লক সভাপতি টাকার বিনিময়ে দলীয় টিকিট বিক্রি করছেন। গ্রাম পঞ্চায়েতের টিকিটের জন্য দর উঠেছে এক লক্ষ টাকা। পঞ্চায়েত সমিতির টিকিটের জন্য দর দ্বিগুণ। এমনই অভিযোগে স্থানীয় নেতৃত্বের একাংশকে সঙ্গে নিয়ে রীতিমত ধর্নায় বসলেন তৃনমূলের বাঁকুড়া জেলা সহ সভাপতি। পঞ্চায়েত ভোটের আগে ফের একবার খবরের শিরোনামে চলে এলো বাঁকুড়ার তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। বাঁকুড়ার মেজিয়া এলাকায় তৃনমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। সম্প্রতি নব জোয়ার যাত্রায় জেলায় জেলায় গিয়ে দ্বন্দ্ব ভুলে দলের সকলকে একসঙ্গে কাজ করার বার্তাও দিচ্ছেন তৃনমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরও দলীয় টিকিট নিয়ে বাঁকুড়ার মাজিয়ায় আরও একবার প্রকাশ্যে চলে এলো তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পরিস্থিতি এমন হল যে দলের ব্লক নেতৃত্বের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা নিয়ে দলীয় টিকিট বিক্রির অভিযোগ তুলে প্রকাশ্যেই ধর্না মঞ্চ করে ধর্না অবস্থান শুরু করলেন তৃনমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় মেজিয়া হাইস্কুল মোড়ে দলের স্থানীয় ও অঞ্চল স্তরের নেতৃত্বকে সঙ্গে নিয়ে তিনি এই ধর্না অবস্থান শুরু করেন। তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃনমূলের মেজিয়া ব্লক সভাপতি জন্মেঞ্জয় বাউরী।
West Bengal Panchayat Election 2023 bakunra.