Advertisement

Bengal Potato Price Hike: বাংলার আলু যাবে না ভিন রাজ্যে, সীমানা থেকেই একের পর এক লরি ঘুরিয়ে দিচ্ছে পুলিশ

বাংলার আলু ভিন রাজ্য নয়। ঝাড়খণ্ডে নিয়ে যাওয়ার পথে আলু বোঝাই লরি আটকাল পুলিশ। পশ্চিম বর্ধমানের আসানসোলের কুলটিতে ডুবুরডিহি চেকপোস্টে লরিগুলিকে আটকায় পুলিশ। বুধবার রাত থেকেই ভিন রাজ্যে আলু যাওয়া আটকাতে ময়দানে নেমে পড়ে কুলটি পুলিশ। তারপর শুরু হয় অভিযান, একের পর এক গাড়ি চেকপোস্টে আটকে ফের তাদের ফিরিয়ে দেওয়া হয়। রাজ্যের বাইরে আলু বোঝাই গাড়ি যাতে কোনভাবে না যেতে পারে, তার জন্য যৌথভাবে কড়া নজরদারি চালাচ্ছে কুলটি ট্রাফিক গার্ড ও চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ।

Advertisement
POST A COMMENT