Advertisement

Sankrail Ram Navami Rally: সাঁকরাইলে হাতে তরোয়াল, কুঠার নিয়ে মিছিল! পুলিশ বলল,'পরে দেখছি'

রবিবার রাম নবমীর। তার আগেই হাওড়ার সাঁকরাইলে অস্ত্র হাতে মিছিল করলেন সনাতনীরা। উদ্যোক্তা 'সিংহবাহিনী' নামে একটি হিন্দু সংগঠন। হাওড়া পুলিশ সূত্রের খবর, অস্ত্র নিয়ে মিছিলের অনুমতি ছিল না। তাই ব্যবস্থা নেওয়া হতে পারে উদ্যোক্তাদের বিরুদ্ধে। যদিও উদ্য়োক্তাদের দাবি, এর আগেও অস্ত্র হাতে মিছিল হয়েছে। এক হাতে শাস্ত্র, আর এক হাতে অস্ত্র হিন্দুদের ঐতিহ্য।

Advertisement
POST A COMMENT