কালীঘাটের কাকুর সঙ্গে যোগ রয়েছে ধৃত হুগলীর যুবনেতা কুন্তল ঘোষণা ও প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। মানে এই লিঙ্কের মাধ্যমেই নাকি বহু বহু টাকা লেনদেন হয়ে গিয়েছে। এমনই স্পষ্ট দাবি করেছে ED। এই সূত্র ধরেই এবার লাগাতার তদন্তে অগ্রসর হতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে, একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ইডির হাতে। ইডি দাবি করেছে, কলকাতার লি রোডে নিজের মেয়ে জামাইকে বহু দামি একটি ফ্ল্যাট কিনে দিয়েছিলেন কালীঘাটের কাকু। এখানেই শেষ নয়, গোয়েন্দা সূত্রের আরও দাবি, এসডি কনসালট্যান্ট নামে এক সংস্থায় কাকুর অংশীদারি রয়েছে। সেই সংস্থা থেকে প্রায় 95 লক্ষ টাকা নাকি লিপ্স অ্যান্ড বাউন্ডসে পাঠানো হয়েছিল।
West Bengal Recruitment Scam News Update