scorecardresearch
 
Advertisement

Weather Video: কিছুটা দুর্বল ঘূর্ণাবর্ত, আবহাওয়ার পূর্বাভাস

Weather Video: কিছুটা দুর্বল ঘূর্ণাবর্ত, আবহাওয়ার পূর্বাভাস

বৃষ্টি বিপর্যয় অব্যাহত বাংলায়। উত্তর-পশ্চিম ভারত থেকে বর্ষার বিদায়ের ঘণ্টা বেজে গেলেও বঙ্গে নিয়মিত চলছে বারিপাত। প্রসঙ্গত পুজোর ঠিক মুখে ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে পুজোর প্রতিটি দিনেই বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ভেস্তে দিকে পারে বৃষ্টি, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

West Bengal Weather Update Alipore Weather Office predicts on West Bengal weather see video

Advertisement