scorecardresearch
 
Advertisement

West Bengal Weather Update: তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে, আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather Update: তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে, আবহাওয়ার পূর্বাভাস

তীব্র তাপে পুড়ছে দক্ষিণবঙ্গ। এখনই কোনও স্বস্তির সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।  হাওয়া অফিস জানাল, পূর্ব উত্তরপ্রদেশ ও বিহার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আর একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে সিকিম থেকে উত্তরবঙ্গ পর্যন্ত। এর ফলে আগামী ৫ দিন উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মালদহ ও দুই দিনাজপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূমে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। কলকাতায় শুষ্ক আবহাওয়া। ৩৪-৩৫ শতাংশ তাপমাত্রা থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম। ফলে অস্বস্তি তেমন নেই।  বাংলায় তাপপ্রবাহের পূর্বাভাসও রয়েছে। আগামী ১ ও ২ এপ্রিল পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া লু বইতে পারে।

Advertisement