বিদায় নিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, তাই আগামী ২-৩ দিনের মধ্যে ফের একবার শীত ফিরতে চলছে বাংলায়। এমনটাই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মোটামুটিভাবে পরিষ্কার। সেই সঙ্গে বইছে উত্তরে হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিনদিন তাপমাত্রায় বড় পরিবর্তন হতে পারে। তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি বিভিন্ন জেলায় কুয়াশার পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।
West Bengal Weather Update