বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের (Depression) ফলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তাই উপকুলীয় এলাকায় নজরদারি ( Coastal Surveillance) শুরু করল হলদিয়া উপকুলরক্ষী বাহিনী। ইতিমধ্যেই এই দুর্যোগ থেকে উদ্ধার কার্যের জন্য রওনা দিয়েছে উপকুলরক্ষী বাহিনী (NDRF)। আবহাওয়া দফতর সুত্রে খবর ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণাবর্ত সরে আসছে বাংলা উপকূলের দিক।
West Bengal Weather Update Coastal surveillance of Digha and Haldia started by NDRF