scorecardresearch
 
Advertisement

West Bengal Weather Forecast: আগামী আরও চারদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

West Bengal Weather Forecast: আগামী আরও চারদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

আগামী আরও চারদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে। সঙ্গে থাকবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। শুক্রবার রাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হয় হালকা ঝড়-বৃষ্টিপাত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মুষলধারে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। আপাতত দক্ষিণবঙ্গে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে বিক্ষিপ্ত বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মূলত, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায় বজ্র-বিদ্যুৎ বেশি থাকবে। ১৬ মে থেকে তা বাড়বে এবং আরও কিছু জেলাও যোগ হবে। বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতেও হবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। আবহাওয়ার সেরকম কোনও পরিবর্তন নেই। তাপমাত্রা খানিকটা বাড়ার সম্ভাবনা। আজও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৩ শতাংশ। বইবে হাওয়া।

West Bengal Weather Update heavy rain alert in North Bengal moderate rain forecast in some parts of South Bengal

Advertisement