কালীপুজো মোটের উপর নির্বিঘ্নেই কেটে গিয়েছে। সেভাবে কোথাও বৃষ্টির কোনও খবর মেলেনি। কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে সপ্তাহ শেষে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিণত হবে সুস্পষ্ট নিম্নচাপে। বঙ্গোপসাগরের এই নিম্নচাপ শক্তিশালী হবে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে এই নিম্নচাপ। বুধবার নাগাদ এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। এটির অভিমুখ তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকা। হাওয়া অফিসের মতে শুক্রবার ২৪ অক্টোবর থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানানো হয়েছে। ২৫ অক্টোবর, শনিবার থেকে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ; বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার , রবিবার এবং সোমবার বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাতেই। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। দক্ষিণা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
West Bengal Weather update thunderstorm and rain expected at end of week