বুধবার থেকেই বৃষ্টির মাত্রা বেড়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। আজ, বৃহস্পতিবারও একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী কয়েক ঘণ্টায় এই বৃষ্টি আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা ও দুই চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মৎস্যজীবীদের বৃহস্পতিবারও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত এই দুর্যোগ চলার সম্ভাবনা রয়েছে।