সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক আসছে বলিউডে, ইতিমধ্যেই তা সকলেই জেনে গিয়েছেন। সেই বায়োপিকে সৌরভের ভূমিকায় রাজকুমার রাও অভিনয় করছেন, সেই খবরেও নিজেই শিলমোহর দিয়ে দিলেন বাংলার মহারাজ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়ে সৌরভ ছাত্র-ছাত্রীদের নানা প্রশ্নের উত্তর দেন। এক ছাত্রী জিগ্গেস করেন, সিনেমায় অভিনয় করার ব্যাপারে কিছু ভাবছেন সৌরভ? তখনই নিজের বায়োপিক সম্পর্কে জানান সৌরভ। বলেন, 'আর একবছর আমার নতুন সিনেমা আসতে চলেছে রাজকুমার রাও-এর হাত ধরে।'