Advertisement

Bengal Weather News : আবহাওয়ার হাড় কাঁপানো আপডেট! হু হু করে পরদ নেমে কনকনে শীত বঙ্গে!

ডিসেম্বর পড়ে গিয়েছে, আর কবে শীত পড়বে? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল শীতপ্রেমী মানুষের মনে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল বর্তমানে যে তাপমাত্রার পারদ রয়েছে তাকে জাঁকিয়ে শীত বলা যেতেই পারে। আর এই শীতের আমেজ থাকবে আরও বেশ কয়েকদিন। কারণ আগামী কয়েকদিন এই তাপমাত্রা আরও খানিকটা নেমে যেতে পারে। ফলে হাড় কাঁপানো শীতের অনুভূতি পাওয়া যাবে আরও বেশ কয়েকটা দিন। এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

when will winter arrive after december

Advertisement