একুশে জুলাইয়ের দিন তিনি যে চমক দেবেন, সেই কথাটা বারংবার বলেছিলেন দিলীপ ঘোষ। এদিন কোনও না কোনও মঞ্চে দেখা যাবে বলেই দাবি করেছিলেন তিনি। সেইমতো ধর্মতলায় তৃণমূলের ‘শহিদ দিবসের’ পাল্টা মেদিনীপুরের খড়গপুরে বিজেপির ‘শহিদ দিবস’ করছেন তিনি। ২১ জুলাইয়ের সকালে একেবারে নিজের ইউনিক স্টাইলেই পাওয়া গেল দিলীপকে। পশ্চিম মেদিনীপুরে সংবাদমাধ্যমের সামনে দিলীপ ঘোষ বলেন, 'তৃণমূল শহিদ হয়ে যাবে, এটাই শেষ শহিদ দিবস। ২০২৬ সালে শহিদ হয়ে যাবে তৃণমূল।'