Advertisement

Balurghat Lok Sabha 2024: সুকান্তর বালুরঘাটে কে এই TMC-র বিপ্লব মিত্র যে আগেও হেরেছেন?

রবিবার, ১০ মার্চ তৃণমূলের ব্রিগেডে লোকসভা নির্বাচনে রাজ্যে ৪২আসনের প্রার্থী ঘোষণা হতেই খুশির হাওয়া দক্ষিণ দিনাজপুরে। এবার বালুরঘাটে বিপ্লব মিত্রকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ২০০৯ সালে পাঁচ হাজারের ও কম ভোটে বামফ্রন্টের কাছে পরাজিত হয়েছিলেন বিপ্লব মিত্র। তার পর ২০১৪ সালে কলকাতা থেকে অর্পিতা ঘোষ কে প্রার্থী করে বালুরঘাট আসন বামফ্রন্টের কাছ থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। ২০১৯ সালে বিজেপির সুকান্ত মজুমদার বালুরঘাট আসন তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেয়।

Advertisement