রাজ্য রাজনীতিতে জমে উঠেছে বাঙালি অস্মিতার লড়াই। একুশে জুলাইয়ের মঞ্চে বাঙালি হেনস্থা ইস্যুতে আদ্যোপান্ত বিজেপি-কে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি-ও মমতার বাঙালি-প্রেমকে পাল্টা কটাক্ষ চালিয়ে যাচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো একেবারে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রসঙ্গ। প্রশ্ন তুললেন, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কেন বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? হরিয়ানার বাঙালি রাজ্যপাল, বিজেপি-র প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়দের প্রসঙ্গও টানলেন বিরোধী দলনেতা।